Monday, 13 July 2015

পুরুষের জীবনচক্র

গাধাকে তৈরি করে ঈশ্বর বললেন, “তোর নাম দেয়া হল গাধা। তুই সকাল থেকে রাত অবধি বড়ো বড়ো বোঝা টানবি, কঠিন পরিশ্রম করবি। ঘাসপাতা খেয়েই বাঁচতে হবে তোকে, তাই বুদ্ধি থাকবে সামান্যই ঘটে। তবে পঞ্চাশ বছর বাঁচবি তুই।“
খাটাখাটুনির কথা শুনে বেশিদিন বাঁচার খায়েস আর রইল না গাধার। ঈশ্বরের দিকে তাই সে তার আর্জি জানালো।
- আয়ু কমিয়ে তিরিশ বছর করা যায় না ঈশ্বর?
- ঠিক আছে, তাই হবে।
গাধার পর কুকুরকে বানালেন ঈশ্বর। বললেন, “তুই হবি মানুষদের সবচাইতে বিশ্বাসী দাস। ওরা যা বলবে, তাই করবি তুই। ওদের সব সম্পত্তি পাহারা দিবি, ওদের ফেলে দেয়া খাবার দাবার খেয়েই বাঁচবি। তোকে পঁচিশ বছর আয়ু দিলাম।”
মানুষ এখনো তৈরিই হয়নি, তাদেরই দাসত্ব সারা জীবন! একেবারেই পছন্দ হল না কুকুরের। তাই কুই কুই করতে করতে ঈশ্বরকে বলল,
- দশ বছরের বেশী বাঁচতে চাই না হুজুর।
কুকুরের আর্জি মেনে নিলেন ঈশ্বর। খুশী মনে লেজ দোলাতে দোলাতে মানুষ প্রভুর খোঁজে বেরিয়ে পড়ল কুকুর।
তারপর বানরকে তৈরি করলেন ঈশ্বর। বললেন, “তুই গাছে গাছে লাফিয়ে বেড়াবি। নিজের নির্বোধ চরিত্রের কারণে সবাইকে আনন্দ দিবি। এর বাইরে কারো কাজেই আসবি না তুই। তোর আয়ু করলাম কুড়ি বছর।”
নির্বোধ শব্দটি শুনে অসম্মানিত বোধ করল বানর। কুড়ি বছর এই অসম্মানের মাঝে বেঁচে থাকা সহজ মনে হল না। সে বলল,
- আয়ু দশ বছর কমিয়ে দিলে কৃতার্থ হই ঈশ্বর।
- তথাস্তু।
বানরকে জঙ্গলে বিদায় করে মানব বানালেন ঈশ্বর। বললেন, “তোকে সৃষ্টির সবচাইতে বুদ্ধিমান জীব হিসেবে তৈরি করলাম। বুদ্ধি ব্যবহার করে বাকী সমস্ত জীবের উপর রাজত্ব করবি তুই। তোকে কুড়ি বছরের আয়ু দিলাম।
শুনে মানব বলল, “বুদ্ধিমান মানব হয়ে মাত্র কুড়ি বছর বেঁচে থাকা খুবই কম হয়ে যায় ঈশ্বর। গাধার কুড়ি, কুকুরের পনেরো আর বানরের দশটি বছরের আয়ু আমাকে বরাদ্দ করে দিলে খুব আনন্দিত হতাম হুজুর!”
সেভাবেই করলেন ঈশ্বর। মানব কুড়ি বছর মানুষের মতোই বাঁচে। তারপর বিয়ে করে সকাল থেকে সন্ধ্যা অবধি কুড়ি বছর গাধার খাটুনি। ছেলেমেয়েদের বাবা হয়, পনেরো বছর ধরে কুকুরের মতো সংসার আর সম্পত্তি পাহারা দেয়। তাদেরকে খাইয়ে পড়িয়ে যদি বাড়তি থাকে, সেটি নিজের ভাগ্যে জোটে। একসময় অপ্রয়োজনীয় হয়ে অবসরে যাবার পর দশ বছর ধরে নির্বোধ বানরের মতো সবাইকে খুশী করার চেষ্টা চালায়।
আজ অবধি এই নিয়মই চলছে।

No comments:

Post a Comment